ইউজিসি’র নতুন চেয়ারম্যান ইউসুফ আলী মোল্লা
প্রকাশিতঃ 1:56 pm | May 08, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিশনের জ্যেষ্ঠ সদস্য প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লাকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
একই দিনে প্রফেসর আবদুল মান্নানের মেয়াদ শেষ হয়।
ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ৭ মে ইউসুফ আলী মোল্লা দায়িত্ব গ্রহণ করেন।
তিনি চেয়ার্যমানের রুটিন দায়িত্ব পালন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ইউসুফ আলী মোল্লা ২০১৫ সালের ২৮ মে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে যোগদান করেন।
কালের আলো/এসআর/এমএম