জনসভায় ট্রাম্পকে হত্যাচেষ্টা, বরখাস্ত হলেন ৬ সিক্রেট সার্ভিস এজেন্ট

প্রকাশিতঃ 3:59 pm | July 11, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

পেনসিলভানিয়ায় গত বছর একটি নির্বাচনী জনসভায় ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে হওয়া হত্যাচেষ্টার ঘটনায় দায়িত্বে থাকা ছয়জন সিক্রেট সার্ভিস এজেন্টকে সাময়িক বরখাস্ত করেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সংস্থা।

সিক্রেট সার্ভিস বৃহস্পতিবার জানিয়েছে, ছয় কর্মকর্তার প্রত্যেককে ১০ থেকে ৪২ দিনের জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে তাদের নাম এবং বরখাস্ত করার সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি।

২০২৪ সালের ১৩ জুলাই ট্রাম্প যখন বাটলার শহরে জনসভায় ভাষণ দিচ্ছিলেন, তখন কাছের একটি ভবনের ছাদ থেকে এক বন্দুকধারী গুলি ছোড়েন। সেদিনের হামলায় ট্রাম্প আহত হলেও তার এক সমর্থক নিহত হন। পাশাপাশি সেই বন্দুকধারীকে ঘটনাস্থলেই গুলি করে হত্যা করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সিক্রেট সার্ভিসের বিরুদ্ধে শুরু হয় একাধিক তদন্ত এবং সংস্থার পরিচালক পদত্যাগ করেন।

এ নিয়ে ফক্স নিউজের ‘মাই ভিউ উইথ লারা ট্রাম্প’ অনুষ্ঠানের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওই ছাদে যদি একজন এজেন্ট থাকত, তাহলে এটা কখনও ঘটত না। স্থানীয় পুলিশকেও দায়িত্ব দেওয়া হয়নি। এটা একটা বড় ভুল।’

ওই সময় ট্রাম্পের নিরাপত্তা প্রধান এবং বর্তমানে সিক্রেট সার্ভিসের পরিচালক শন কারান এক বিবৃতিতে বলেন, ‘ভবিষ্যতে যেন এমন ঘটনা আর কখনও না ঘটে সেটা নিশ্চিত করতেই আমরা অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছি।’

শন কারান জানান, কংগ্রেসের নজরদারি কমিটি থেকে দেওয়া ৪৬টি সুপারিশের মধ্যে ২১টি ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। ১৬টি এখনও প্রক্রিয়াধীন, ৯টি সিক্রেট সার্ভিসের আওতার বাইরে।

পেনসিলভানিয়ার জনসভায় হামলার দুই মাসের মধ্যেই ফ্লোরিডা রাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকার একটি গলফ ক্লাবে ট্রাম্পকে আবার লক্ষ্য করে হত্যাচেষ্টার অভিযোগ ওঠে। ট্রাম্পকে মারতে এক বন্দুকধারী ঝোপের আড়ালে লুকিয়ে ছিলেন। ওই ব্যক্তিকে গ্রেপ্তারও করে ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস এজেন্টরা। এরপর থেকেই গলফ ক্লাবগুলোতেও সুরক্ষাব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

কালের আলো/এসএকে