‘আমার এক ফোঁটা রক্ত নিয়ে রাঙ্গাও জার্সি’

প্রকাশিতঃ 1:03 am | April 30, 2019

:: মনদীপ ঘরাই ::

এ বিশ্বকাপটা নিয়ে অন্যরকম স্বপ্ন দেখেছিলাম।হয়তো আপনিও…. সেরা দল নিয়ে রওনা দেবে বাংলাদেশ। ইতিহাসের দেরা দল। সেই সাথে হয়ত ইতিহাসের সবচেয়ে ব্যথার জার্সি গায়ে।

অনেক যুক্তি, অনেক তর্ক দেখলাম পক্ষে-বিপক্ষে। আমার পক্ষটা লাল-সবুজ। অকপটে লাল-সবুজ।
শুধু সবুজ আমার বাংলা না। আবার শুধু লালও নয়।
সবুজ বাকি সব দেশের জার্সি হোক। সমস্যা ছিল না। পাকিস্তানের সাথে মিলে গেলে বসে থাকা যায় কি?

ত্রিশ লক্ষ প্রাণের কথা, মা-বোনের সম্ভ্রম হারানোর ব্যথা যে সবুজ মনে করিয়ে দেয়, সে সবুজ চাই না। চাই পতাকার এক টুকরো লাল-সবুজ। লাল-সবুজে স্বপ্ন দেখে কোটি বাঙ্গালী। লালে কিংবা সবুজে তো নয়।

এর চেয়ে কালো জার্সিও ভালো ছিল। তবু লাল-সবুজ হারানোর শোকের প্রকাশ তো হত! মনে হতেই পারে, সামান্য জার্সিই তো! আপনার কাছে সামান্য হতে পারে। আমরা ক্রিকেটে বাঁচি, দেশকে খুঁজি ওই ১১ যোদ্ধার মাঝে। বাংলার দামাল ছেলেদের যুদ্ধ কখনো থামে নি। থামতে পারে না। এখন যুদ্ধ মাতৃভূমিকে ২২ গজের সেরা করার যুদ্ধ। মাশরাফি, সাকিব, তামিমকে সবুজে দেখতে চাই না। চাই যোদ্ধার লাল সূর্য আর তারুণ্যের সবুজ।

অনেক যুক্তিই তো দিতে পারবেন, জানি। আমরা না যুক্তি দিয়ে দেশকে ভালোবাসি না, কারণ দিয়ে পতাকাটা গায়ে মাখি না। আমরা পাগল। দেশপাগল, ক্রিকেট পাগল….লাল-সবুজ পাগল।

কি বললেন? এখন কিভাবে সম্ভব? আরে আমার গায়ে বইছে বীর মুক্তিযোদ্ধার রক্ত। যদি কোন উপায়ই না থাকে…. আমার এক ফোঁটা রক্ত নিয়ে দিন না রাঙ্গিয়ে স্বপ্নের জার্সিটা! গর্জে ওঠো টাইগার। অস্তিত্বের লাল-সবুজে।

লেখক: সিনিয়র সহকারী সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

লেখকের ফেসবুক টাইমলাইন থেকে সংগৃহীত

কালের আলো/ওএইচ