পারমাণবিক আলোচনায় ইরান আরও ‘আগ্রাসী’ হয়ে উঠছে
প্রকাশিতঃ 10:58 pm | June 10, 2025

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
চলমান পারমাণবিক আলোচনায় ইরান আরও ‘আগ্রাসী’ হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১০ জুন) ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এমন কথা বলেন তিনি।
এরআগে গতকাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরান ‘কঠোর আলোচক’। ওই সময় তিনি জানান, তেহরানকে কোনোভাবেই তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবেন না।
গত মাসে ইরানের কাছে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক চুক্তি প্রস্তাবের খসড়া পাঠায় যুক্তরাষ্ট্র। এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন শর্তের পর ইরান জানিয়েছে, নিজেদের পারমাণবিক কার্যক্রম নিয়ে তারা কোনো ধরনের ছাড় দেবে না।
ইরান কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে পাল্টা পারমাণবিক প্রস্তাব পাঠাবে। এছাড়া দুই দেশের প্রতিনিধিরা শিগগিরই ষষ্ঠবারের মতো আলোচনায় বসবেন।
এদিকে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে ইরানে হামলা চালাতে পারে দখলদার ইসরায়েল। বেশ কয়েকটি আমেরিকান সংবাদমাধ্যম গত মাসে জানিয়েছিল, দুই দেশের আলোচনা ভেস্তে যাওয়ার অপেক্ষা করছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। আলোচনা ভেস্তে গেলেই তিনি ইরানের পারমাণবিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর নির্দেশ দেবেন। ইসরায়েলি বাহিনী সেভাবে প্রস্তুতিও গ্রহণ করছে।
ইসরায়েলের এ হুমকির মধ্যেই তিনদিন আগে ইরান জানায় তারা দখলদারদের পারমাণবিক কার্যক্রম সংশ্লিষ্ট কয়েক হাজার নথি হাতে পেয়েছে। তবে ইরানের এমন দাবি নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
সূত্র: ফক্স নিউজ
কালের আলো/এসএকে