মেঘনায় ট্রলারডুবি : ২৪ ঘণ্টায়ও খোঁজ মেলেনি পুলিশ সদস্য সাইফুলের
প্রকাশিতঃ 5:36 pm | June 01, 2025

নোয়াখালী প্রতিবেদক, কালের আলো:
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন পুলিশ সদস্য মো. সাইফুল ইসলাম (৩০)। শনিবার (৩১ মে) দুপুরে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যাওয়ার পরই শুরু হয় উদ্ধার অভিযান, তবে ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি। শোক ও উৎকণ্ঠায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা ও সহকর্মীরা।
নিখোঁজ পুলিশ সদস্য সাইফুল ইসলাম লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী গ্রামের গোপাল বাড়ির মো. সিরাজুল ইসলাম ও রহিমা বেগম দম্পতির একমাত্র ছেলে। তিনি নোয়াখালী জেলার পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন। প্রায় তিন বছর ধরে নোয়াখালীর বিভিন্ন থানায় তিনি কর্মরত ছিলেন।
জানা গেছে, শনিবার দুপুর ৩টার দিকে হাতিয়ার ভাসানচর থেকে হাতিয়ার করিমবাজার ঘাটে যাওয়ার পথে ডুবচরে ট্রলার ফেটে গিয়ে উল্টে যায়। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে তিনি দূরে ভেসে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
ট্রলারে থাকা জাহাঙ্গীর মাঝি বলেন, আমরা মালামাল নিয়ে সকালে নোয়াখালী থেকে ভাসানচর যাই। দুপুরে আসার পথে হঠাৎ বিকট শব্দ হয়। তারপর ট্রলারে পানি ঢুকতে থাকে। হঠাৎ করে ট্রলারটি উল্টে যায়। করিমবাজার এলাকা থেকে তিনটা ট্রলার গিয়ে মানুষদের উদ্ধার করে। তারমধ্যে গিয়াস উদ্দিন নামের একজনের মরদেহ ও হাসিনা খাতুন নামের রোহিঙ্গা নাগরিকের মরদেহ পাওয়া যায়। ৩৯ জনের মধ্যে সাইফুল ইসলামসহ ২ জন এখনো নিখোঁজ আছে।
নিখোঁজ সাইফুলের বোন জান্নাতুল ফেরদাউস স্বপ্না ঢাকা পোস্টকে বলেন, আমার ভাইকে না পেয়ে আমার বাবা-মা অজ্ঞান হয়ে যাচ্ছেন। তারা ঈদে বাড়ি আসার কথা ছিল। সাত দিনের ছুটি পেয়েছে। তারা কুমিল্লায় বদলি হয়েছে। কিন্তু ভাই আমার বাড়ি আসে নাই। এখনো কোনো খোঁজ পাই নাই।
সাইফুল ইসলামের সহকর্মী ইমতিয়াজ হোসেন বলেন, সাইফুল ইসলামের সততা, দায়িত্ববোধ ও মিশুক স্বভাবের জন্য থানায় এবং এলাকায় ছিল অত্যন্ত প্রিয় একজন। তার নিখোঁজের ঘটনায় সব সহকর্মী ভেঙে পড়েছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে বাবা-মায়ের বুকে ফেরত এনে দেন।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বলেন, রোহিঙ্গা রোগী নিয়ে গত ২৭ মে ভাসানচর এসেছিলেন পুলিশ সদস্য সাইফুল ইসলাম। আবহাওয়া খারাপ থাকায় তারা ফিরে যেতে পারেননি। গতকাল আবার রোহিঙ্গা রোগী নিয়ে ফিরে যাওয়ার পথে ট্রলার ডুবির ঘটনা ঘটে। ২৪ ঘণ্টা পার হলেও সাইফুল ইসলাম এখনো নিখোঁজ রয়েছেন।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। মেঘনায় প্রচণ্ড স্রোত এবং খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজে কিছুটা বিঘ্ন ঘটেছে। সাইফুল ইসলামের ব্যাগ উদ্ধার করা হয়েছে। সেখানে তার পোষাক ও আইডি কার্ড পাওয়া গেছে। আমরা এখনও আশা ছাড়িনি। সাইফুল অত্যন্ত পরিশ্রমী একজন সদস্য ছিলেন।
কালের আলো/এসএকে