মার্কেট কর্তৃপক্ষকে চারবার সতর্ক করেছিল ফায়ার সার্ভিস

প্রকাশিতঃ 1:43 pm | March 30, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেট কর্তৃপক্ষকে অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখতে চারবার সতর্ক করেছিল ফায়ার সার্ভিস। এরপরও তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে আগুন নিয়ন্ত্রণে যথেষ্ট বেগ পেতে হয়েছে দমকল বাহিনীর সদস্যদের।

শনিবার (৩০ মার্চ) সকালে ডিএনসিসি মার্কেট পরিদর্শনকালে সাংবাদিকদের এসব তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর এ কে এম শাকিল নেওয়াজ।

তিনি বলেন, ২০১৭ সালে ডিএনসিসি মার্কেটে আগুন লাগার পর কর্তৃপক্ষকে অগ্নিনির্বাপণ যন্ত্র রাখার জন্য তিন/চারবার নোটিশ দেওয়া হয়েছিলো। কিন্তু এর জবাবে মার্কেট কর্তৃপক্ষে প্রয়োজনীয় কোনো ব্যবস্থা নেয়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, এই মার্কেটে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা নেই। একারণে আগুন নিয়ন্ত্রণে তাদের অনেক বেগ পেতে হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (৩০ মার্চ) ভোর ৫টা ৪৮ মিনিটের দিকে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে ২০১৭ সালের ৩ জানুয়ারি একই মার্কেটে আগুন লেগেছিল। সেই সময় ১৬ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা। সে সময় মার্কেটের নিচতলা ও দোতলার মোট ৬০৫টি দোকান পুড়ে যায়।

কালের আলো/এএইচএ