হল সংসদে এগিয়ে ছাত্রলীগ
প্রকাশিতঃ 9:17 pm | March 11, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল থেকে ভোট গ্রহণকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন ছাত্রলীগ ছাড়া সবকটি প্যানেলের প্রার্থীরা। এবারের হল সংসদ নির্বাচনে এগিয়ে রয়েছে ছাত্রলীগ।
মহসীন হল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ছাত্র সংসদ নির্বাচনে জয় পেয়েছে ছাত্রলীগ। এই হলে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ সমর্থিত প্রার্থী শহিদুল হক শিশির। তিনি পেয়েছেন ৭৬০, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাকিল মিয়া পেয়েছেন ২১৭ ভোট।
অন্যদিকে জিএস নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মেহেদী হাসান মিজান। তিনি পেয়েছেন ৬২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজান রহমান পান ২৫১ ভোট। অন্য ১১টি পদেও ছাত্রলীগ প্রার্থীরা জয়ী হয়েছেন। সোমবার বিকেল ৫টায় হলটির দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা এ ফল ঘোষণা করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সংসদে দু’টি পদ ছাড়া বাকি সবগুলো পদে বিজয়ী হয়েছেন ছাত্রলীগ প্যানেলের শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টার দিকে হল সংসদ নির্বাচনের ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ঘোষিত ফল অনুযায়ী হল সংসদে সহসভাপতি নির্বাচিত হয়েছেন ছাত্রলীগ প্যানেলের আকমল হোসেন ( ৯৭৯ ভোট), সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মেহেদী হাসান শান্ত (৯৯৫ ভোট)।
জিয়াউর রহমান হল:
জিয়া হলে ছাত্রলীগ থেকে ভিপি নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম এবং জিএস পদে নির্বাচিত হয়েছেন হাদিবুল হোসেন শান্ত।
শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল
চমক এসেছে ফজিলাতুন্নেসা মুজিব হলে। এতে ভিপি নির্বাচিত হয়েছেন সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র প্যানেলের প্রার্থী রিকি হায়দার আশা। তিনি ছাত্রলীগের প্রার্থী কোহিনুর আক্তার রাখিকে পরাজিত করেন। এই হলে সাধারণ সম্পাদক পদসহ অন্য ১০ পদে ছাত্রলীগ জয় হলেও রিকির মতো সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিন হালিম মিম ও সাহিত্য সম্পাদক পদে খাদিজা জয়ী হন। এই দুজনও সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র প্যানেলের প্রার্থী ছিলেন।
সূর্যসেন হল
হল সংসদ নির্বাচন নিয়ে সূর্যসেন হলে ১৩ পদের মধ্যে ১১টি ছাত্রলীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। বাকি দুটিতে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থী। রিটানিং অফিসার এ ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের মারিয়াম জাহান খান সোহান এবং সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছেন সিয়াম রহমান।
বিজয় একাত্তর হল
বিজয় একাত্তর হলে ভিপি নির্বাচিত হয়েছেন সজীবুর রহমান সজীব এবং জিএস নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান নিশান।
এছাড়া জগন্নাথ হলে ভিপি পদে উৎপল বিশ্বাস এবং জিএস পদে কাজল দাশ নির্বাচিত হয়েছেন।
সলিমুল্লাহ হলে ভিপি পদে এস এম কামাল এবং জিএস পদে জুলিয়াস সিজার নির্বাচিত হয়েছেন।
কালের আলো/এমএইচএ