‘প্রেম চোর’ সিনেমার গানে কণ্ঠ দিলেন আঁখি আলমগীর
প্রকাশিতঃ 2:08 pm | March 11, 2019

‘প্রেম চোর’ সিনেমায় ‘এতো কেনো সুন্দর তুমি’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন আঁখি আলমগীর। সিনেমাটাই পরিচালনা করেছেন উত্তম আকাশ।
এতো কেনো সুন্দর তুমি/প্রেম জাগে দু’চোখে/যদি ভালো না বাসো গো/পৌঁছাবো দোযখে- এমন কথার গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর-সঙ্গীতায়োজন করেছেন শাহারিয়ার রাফাত।
রোববার (১০ মার্চ) রাফাতের মগবাজারের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। বুধবার (১৩ মার্চ) থেকে শুরু হচ্ছে গানটির শুটিং।
এ প্রসঙ্গে গীতিকবি সুদীপ কুমার দীপ বলেন, রোমান্টিক ঘরানার এ গানটি গল্পের দাবি পুরোপুরি পূরণ করেছে। এককথায়, কথা-সুর ও সঙ্গীত মিলিয়ে গানটি ভালো হয়েছে।
‘প্রেম চোর’ সিনেমাটিতে অভিনয় করছেন নবাগত শান্ত খান ও পশ্চিমবঙ্গের নায়িকা নেহা আমান দীপ।
কালের আলো / ওএইচ