রোহিঙ্গা ক্যাম্পে অগ্নি নির্বাপণ ও উদ্ধার সহায়তায় পাশে দাঁড়িয়েছে বিজিবি
প্রকাশিতঃ 12:03 am | June 02, 2024

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে লাগা ভয়াবহ আগুন নির্বাপণে পাশে দাঁড়িয়েছে বিজিবি।
শনিবার দুপুর ১টার দিকে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এর ডি/১ এবং ডি/২ ব্লকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ বালুখালী বিওপি ও পালংখালী বিওপির সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায়।
সেখানে অগ্নি নির্বাপনে সহায়তা ও উদ্ধার কার্যক্রম পরিচালনাসহ আশেপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করে তারা।
পরবর্তীতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এবং বিজিবি সদস্যদের প্রচেষ্টায় দুপুর দুইটা দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
৩৪ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে নায়েব সুবেদার মো. আনিসুর রহমানের নেতৃত্বে বালুখালী বিজিবি ক্যাম্প থেকে ২৫ জন বিজিবি সদস্য আগুন নিয়ন্ত্রণে ও রোহিঙ্গাদের উদ্ধারে কাজ করে।
উল্লেখ্য, গত সপ্তাহখানেক আগে গেল ২৪ মে একই ক্যাম্পে আগুন লেগে অন্তত ৫ শতাধিক ঘর পুড়ে যায়।
কালের আলো/এমএইচইউআর