টুঙ্গিপাড়ার উদ্দেশে বাসযাত্রায় মন্ত্রীরা

প্রকাশিতঃ 9:03 am | January 09, 2019

নিজস্ব প্রতিবেদক, কালেত আলোঃ

নতুন মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছিলেন বাসে করে।

আজও (বুধবার) তারা টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যাচ্ছেন বাসে করেই।

ভোর সাড়ে ৬টায় জাতীয় সংসদ ভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন তারা।

পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার সকালে ধানমন্ডি থেকে সাভার যেতে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীরা নিজস্ব গাড়ি ব্যবহার না করে চারটি এসি বাস ব্যবহার করেন। আসন সংকুলান না হওয়ায় মিনিবাসগুলোর ভেতরে অতিরিক্ত আসন জুড়ে দেয়া হয়।

কালের আলো/এএ/এমএইচএ