গাড়িচাপায় প্রাণ গেলো ৩ বাইক আরোহীর

প্রকাশিতঃ 10:24 am | March 06, 2023

কালের আলো প্রতিবেদক:

সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নান নগর এলাকায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্র নিহত হয়েছেন। সোমবার (৬ মার্চ) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

নিহতদের মধ্যে দুইজন হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলখাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন (২২) ও রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সুজন (২১)। বাকি একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি। নিহতরা সবাই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, সকালে মোটরসাইকেলে করে তিনজন সিরাজগঞ্জ থেকে নাটোরের দিকে যাচ্ছিলেন। তারা মান্নান নগর সমবায় তেল পাম্প এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত কোনো গাড়ি চাপা দিয়ে চলে যায়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

কালের আলো/এডি/এমএম