গ্রিসে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৬

প্রকাশিতঃ 10:48 am | March 01, 2023

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ গ্রিসে দুই ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এ সংঘর্ষে এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮৫ জন।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লারিসার কাছে এ দুর্ঘটনা ঘটে। দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে যায়। আহতদের উদ্ধারে এবং আগুন নেভাতে সেখানে দ্রুত ছুটে যান জরুরি পরিষেবা সংস্থার সদস্যরা।

থেসালি অঞ্চলের গভর্নর কনস্টান্টিনোস অ্যাগোরাস্তোস এসকেএআই টেলিভিশনকে জানান, সংঘর্ষটি খুবই ভয়াবহ ছিল। যাত্রীবাহী ট্রেনের প্রথম চারটি বগি লাইনচ্যুত হয়েছে এবং প্রথম দুটি বগি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ২৫ জনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনাস্থল থেকে অন্তত ২৫০ যাত্রীকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, ট্রেনটিতে অন্তত ৩৫০ জন যাত্রী ছিলেন।

কালের আলো/ডিএস/এমএম