নেপালে ৭২ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, ৩২ মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ 1:51 pm | January 15, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নেপালে ইয়েতি এয়ারলাইন্সের একটি এটিআর-৭২ বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার রাজধানী কাঠমান্ডু থেকে পোখরায় যাওয়ার পর পোখরার নতুন ও পুরাতন বিমানবন্দরের মাঝামাঝি জায়গায় একটি পাহাড় ঘেরা স্থানে প্লেনটি আছড়ে পড়ে।

প্লেনটিতে সব মিলিয়ে ৭২ জন আরোহী ছিলেন। এরমধ্যে ৬৮ জন যাত্রী। আর বাকি চারজন কেবিন ক্রু।

নেপালি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, দুর্ঘটনাকবলিত প্লেনের ৭২ আরোহীর মধ্যে এখন পর্যন্ত ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

এর আগে আরেক নেপালি সংবাদমাধ্যম নেপাল লাইভ টুডে জানিয়েছিল, বিধ্বস্তের ঘটনায় প্রাথমিক অবস্থায় ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে।

কর্তৃপক্ষ জানিয়েছে, প্লেনটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। স্থানীয় সংবাদমাধ্যমে সরাসরি সম্প্রচারে দেখা গেছে, ঘটনাস্থলে এখনও দাউদাউ করে আগুন জ্বলছে এবং কুণ্ডলী পাকিয়ে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। উদ্ধারকাজে প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও পরে তাদের সঙ্গে যোগ দিয়েছে সেনা সদস্যরা।

কালের আলো/এসবি/এমএম