রেলের নতুন ডিজি কামরুল আহসান
প্রকাশিতঃ 4:02 pm | December 08, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে নিয়োগ পেয়েছেন কামরুল আহসান। আগামী রোববার (১১ ডিসেম্বর) থেকে তার এই নিয়োগ কার্যকর হবে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব সালমা পারভীন সই করা এক আদেশে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।
বর্তমানে তিনি অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) হিসেবে দায়িত্বরত আছেন।
এদিকে ১১ ডিসেম্বর থেকে রেলের বর্তমান মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার অবসরে যাচ্ছেন। ১২ ডিসেম্বর থেকে রেলের নতুন মহাপরিচালক মো. কামরুল আহসান দায়িত্ব নেবেন।
কালের আলো/ডিএস/এমএম