ভারতকে হারিয়ে অঘটন ঘটাতে চান সাকিব
প্রকাশিতঃ 4:28 pm | November 01, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
সাকিব আল হাসানের সহজ সরল স্বীকারোক্তি বাংলাদেশ অস্ট্রেলিয়াতে বিশ্বকাপ জিততে যায়নি কিংবা ফেভারিট হিসেবেও খেলছে না। অন্যদিকে তাদের পরের ম্যাচের প্রতিপক্ষ ভারত ট্রফির অন্যতম দাবিবার। তাই তো মেকি আত্মবিশ্বাসে না ভুগে সাকিবের আশা নিজেদের সেরাটা খেলে অঘটন ঘটানোর চেষ্টা করা।
বুধবার (২ নভেম্বর) অ্যাডিলেডে সুপার টুয়েলভে নিজেদের চতুর্থ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন লাল সবুজের অধিনায়ক।
সাকিব বলেন, ‘ভারত ফেভারিট টিম। তারা বিশ্বকাপ জিততেই এসেছে। আমরা ফেভারিট না, আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি। ভারতের বিপক্ষে আমরা যদি জিততে পারি, তাহলে এটি অঘটন হবে। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলার চেষ্টা করবো। আমরা অঘটন ঘটানোর চেষ্টা করবো।’
প্রতিপক্ষ নিয়ে চিন্তা না করে নিজেদের পরিকল্পনায়ই মন দিতে চান সাকিব। তার কথা, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে যেমন বলেছি। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ, সবগুলোতে একই অ্যাপ্রোচে খেলতে চাই। কোন দেশের সঙ্গে কোন পরিস্থিতিতে খেলা হচ্ছে, এগুলো নিয়ে চিন্তা করতে চাই না। তাই আমাদের একই পরিকল্পনা থাকবে।’
কালের আলো/ডিএস/এমএম