ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিতঃ 1:48 pm | August 25, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাত ১২টার পর ওষুধের দোকান বন্ধের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে এ বিষয়ে অবগত করলে তিনি এ বিস্ময় প্রকাশ করেন।
মন্ত্রী বলেন, ওষুধের দোকান বন্ধ থাকবে না, এটা সবসময়ই খোলা থাকবে। সিটি করপোরেশন যদি এটা নিয়ে কিছু করে থাকে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে করা হয়নি। আমরা এখনই বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলছি।
কালের আলো/বিএয/এএ