ভারতে বাংলাদেশের নতুন হাইকমিশনার মোস্তাফিজুর রহমান
প্রকাশিতঃ 12:36 pm | July 14, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
ভারতে নিযুক্ত সাবেক হাইকমিশনার এবং বর্তমানে ওয়াশিংটনে নিযুক্ত নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানের স্থলাভিষিক্ত হবেন তিনি।
পেশাদার কূটনীতিক মোস্তাফিজুর রহমান ২০২০ সালের সেপ্টেম্বরে সুইজারল্যান্ডে রাষ্ট্রদূত এবং জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগ দেন। এর আগে তিনি সিঙ্গাপুরে হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
কালের আলো/বিএস/এএ