ওয়ার্কাস পার্টি ও জাসদকে ৯ আসন দিচ্ছে আওয়ামী লীগ
প্রকাশিতঃ 12:17 am | November 25, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিক দলগুলোকে কত আসন দিবে আওয়ামী লীগ তা প্রায় চূড়ান্ত করেছে করেছে দলটি। এর অংশ হিসেবে ১৪ দলীয় জোটের শরিক দল ওয়ার্কাস পার্টি ও হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন জাসদকে ৯টি আসন দিবে বলে জানা গেছে ।
জোটভুক্ত ওয়ার্কাস পার্টির ৬টি আসন চেয়েছেন, ছয়টি আসনেও দেওয়া হয়েছে। দলটি এ আসনগুলোতে জয়ের আশাবাদী। এর মধ্যে ৫টি আসন চূড়ান্ত হলেও আরেকটি কোথায় পাবে তা নিয়ে চলছে আলোচনা।
আর হাসানুল হক ইনু নেতৃত্বাধীন জাসদকে তিনটি আসনের নিশ্চয়তা দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু দলটি আরও দুটি আসন চেয়েছে বলেও জানা গেছে।
নির্বাচনকে ঘিরে আসন ভাগাভাগি নিয়ে কয়েক দফা শরিকগুলোর সঙ্গে বৈঠক হয়েছে আওয়ামী লীগের। শনিবার (২৪ নভেম্বর) ২৩, বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহাজোটভুক্ত দলগুলো নিয়ে শেষ মুহূর্তে রুদ্ধদ্বার বৈঠকও করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এই আসন ভাগাভাগির বৈঠকে ওবায়দুল কাদের, জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আকতার এবং ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন অংশ নেয়। এরপর মহাজোটের আসন ভাগাভাগির বৈঠকে অংশ নেয় জাতীয় পার্টি।
ওয়াকার্স পার্ট সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনের ওয়াকার্স পার্টি পক্ষে ঢাকা- ৮ আসনে রাশেদ খান মেনন, রাজশাহী- ২ আসনে ফজলে হোসেন বাদশা, সাতক্ষীরা-১ আসনে এ্যাডভোকেট মো. মোস্তফা লুৎফুল্লাহ, ঠাকুরগাঁও-৩ আসনে ইয়াসিন আলী, বরিশাল -৩ আসেন শেখ টিপু সুলতানকে মনোনয়ন দেওয়া হতে পারে।
এর বাইরে নড়াইল-২ আসনের ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা আওয়ামী লীগের মনোনয়ন কেনায় নাটোর -১ ইব্রাহিম খলিল অথবা মেহেরপুর-২ নূর আহমদ মুকুল মনোনয়ন পাবেন বলে জানা গেছে।
হাসানুল হক ইনু নেতৃত্বাধীন জাসদ পাঁচটি আসন চেয়েছে যার মধ্যে আওয়ামী লীগ তিনটি আসন দিতে সম্মত হয়েছে। কুষ্টিয়া-২ হাসানুল হক ইনু, বগুড়া-৫ রেজাউল করিম তানসেন ও ফেনী- ১ শিরিন আকতার শরিক দলটির প্রার্থী হিসাবে লড়াবেন বলেও জানা গেছে।
বৈঠকের বিষয় জানতে চাইলে জাসদের সাধারণ সম্পাদক শিরিন আকতার বলেন, ‘সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। এই বৈঠক আসন নিয়ে কথা হয়েছে। আমরা আসন চেয়েছি। তারা বলেছেন বিবেচনা করবেন। আমাদের দল বিগত ১০ বছর ধরে ১৪ দলের শরিক হিসাবে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে। সে অনুযায়ী আসন বন্টন করা হবে আশ্বস্ত করেছে। তবে কত আসন চাওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করে জানান তিনি।
কালের আলো/এনএম/এমএইচএ