পাকিস্তানের সংসদ অধিবেশন স্থগিত, সময় পেলেন ইমরান খান

প্রকাশিতঃ 4:06 pm | March 25, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

পাকিস্তানে চলতি সংসদ অধিবেশনে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের ভাগ্য নির্ধারণ হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরুর আগেই জাতীয় পরিষদ অধিবেশন ২৮ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। এতে গদি রক্ষায় হাতে সময় পেলেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান।

শুক্রবার (২৫ মার্চ) এসব তথ্য জানায় দেশটির সংবাদমাধ্যম ডন ও জিওটিভি।

সংসদের স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হওয়ার পরপরই অধিবেশন শেষ হয়। এ সময় স্পিকারের পরামর্শে পাকিস্তানের মৃত সংসদ সদস্য খেয়াল জামান এবং পেশওয়ার ও সিবিতে সন্ত্রাসী হামলায় নিহতদের জন্য দোয়া করা হয়।

এর পরপরই স্পিকার কায়সার সোমবার বিকেল ৪টা পর্যন্ত শুনানি মুলতবি ঘোষণা করেন।

তিনি বলেন, যখন কোনো সংসদ সদস্যের মৃত্যু হয় তখন তার সম্মানে পরবর্তী কার্যদিবস পর্যন্ত অধিবেশন মুলতবি করা হয়, এটি এ হাউসের ঐতিহ্য।

তিনি জানান, এ ঐতিহ্য এর আগে ২৪ বার অনুসরণ করা হয়েছে।

৮ মার্চ দেশটির বিরোধী দলগুলোর আইনপ্রণেতারা ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন। শুক্রবার শুরু হওয়া অধিবেশনে এ বিষয়ে আলোচনার কথা ছিল। কিন্তু শুনানি মুলতবি হওয়ায় অতিরিক্ত সময় পেলেন ইমরান খান।

কালের আলো/এমএইচ/জেআর