মোহাম্মদপুরে ‘লও ঠেলা’ গ্রুপের ৯ সদস্য গ্রেপ্তার (ভিডিও)
প্রকাশিতঃ 9:02 pm | January 19, 2022

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:
চাঁদার দাবিতে হামলা,ভাঙচুর এবং অস্ত্র নিয়ে দুই দফা মহড়ার পর রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘লও ঠেলা’ নামে একটি কিশোর দলের নয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৯ জানুয়ারি) সকালে অভিযান চালিয়ে গ্রুপের দলনেতা বাবু ওরফে দশের বাবুসহ (২৬) এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করার কথা র্যাব-২ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গ্রেপ্তার বাকি আটজন হচ্ছেন- মো. ফোরকান (২২), মো. পলাশ (২৩), মো. সুমন (২২), মো. সাগর (২৩), মো. রাজন (২৩), মো. নাজিম (২৪), শাকিল (২০) এবং মিলন (২১)।
র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আবু নাঈম মো. তালাত জানান, ২০২১ সালের ২৩ নভেম্বর মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে ‘ভাইব্বা ল কিং’ নামের একটি কিশোর গ্যাং এবং ৩১ ডিসেম্বর কবির বাহিনীর নামে দুটি বাহিনীকে আটক করে র্যাব-২। মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধে জড়িত বেশ কয়েকটি গ্রুপ সম্পর্কে তথ্য পায় র্যাব। এছাড়াও কয়েকজন ভুক্তভোগীও র্যাবের কাছে অভিযোগ দেন। এসব অপরাধীকে আইনের আওতায় আনতে র্যাব-২ মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বাড়ায়।
গত ৩১ ডিসেম্বর গভীর রাতে মোহাম্মদপুর থানার নবীনগর হাউজিং এলাকায় একদল সন্ত্রাসী দোকানপাট, বাড়িঘর ভাঙচুর এবং ছিনতাই করে। পরে র্যাবের কাছে স্থানীয় জনগণের কাছ থেকে একটি অভিযোগ আসে। র্যাব-২ মঙ্গলবারে আবার মোহাম্মদপুর থানার নবীনগর হাউজিং এলাকায় একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মারামারি, ভাঙচুর, ছিনতাইয়ের অভিযোগ পায়। এরপর র্যাব-২ এর একটি দল বুধবার বাবু ওরফে দশের বাবু, মো. ফোরকান, মো. পলাশ, মো. সুমন, মো. সাগর, মো. রাজন, মো. নাজিম, শাকিল এবং মিলন নামের নয়জনকে আটক করে।
আটকদের বরাত দিয়ে র্যাব জানায়, তারা ‘লও ঠেলা’ গ্রুপের সক্রিয় সদস্য। এই দলের সদস্যরা সংঘবদ্ধ অপরাধী চক্র। দলের মূলহোতা বাবু ওরফে দশের বাবু। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন জায়গা ডাকাতি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক কেনাবেচা, ছিনতাই ও চাঁদাবাজি করে আসছে।
আটক বাবু মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, বসিলা, চাঁদ উদ্যান এলাকায় ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত। সে ‘লও ঠেলা’ গ্রুপের নেতা। এছাড়াও জবর দখল, ভাড়ায় শক্তি প্রদর্শন এবং আধিপত্য বিস্তারসহ নানা অপকর্মে তাদের ব্যবহার করে বাবু। বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, দস্যুতা, মাদক, ছিনতাইসহ মোট ছয়টি মামলা রয়েছে।
কালের আলো/ডিএস/এমএম