কক্সবাজারে ধর্ষণ, প্রধান আসামি আশিক গ্রেফতার

প্রকাশিতঃ 10:06 am | December 27, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

কক্সবাজারে ‘স্বামী-সন্তানকে জিম্মি করে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের’ মামলার প্রধান আসামি আশিকুল ইসলামকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এর আগে দুপুরে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানান ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের পুলিশ সুপার জিল্লুর রহমান।

গ্রেপ্তারদের মধ্যে দু’জন মামলার এজাহারভুক্ত আসামি, বাকিরা তাদের সহযোগী বলে জানিয়েছে পুলিশ।

এর আগে গত বুধবার (২২ ডিসেম্বর) স্বামী-সন্তানকে জিম্মি ও হত্যার ভয় দেখিয়ে এক নারী পর্যটককে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

অভিযোগ পেয়ে রাত দেড়টার দিকে কক্সবাজারের কলাতলীর ‘জিয়া গেস্ট ইন’ নামের একটি হোটেল থেকে ওই নারীকে উদ্ধার করে র‌্যাব।

কালের আলো/এসআরবি/এমএম