বিশ্বকাপ ট্রফি এখন হোম অব ক্রি‌কে‌টে

প্রকাশিতঃ 12:55 pm | October 17, 2018

খেলা ডেস্ক, কালের আলো:

ইংল্যান্ড ও ওয়েলস বোর্ডের (এসিবি) আতিথেওতায় অনুষ্ঠেয় আইসিসি ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ ট্রফি এখন মিরপুর হোম অব ক্রি‌কে‌ট মিরপুরে। পাকিস্তান থেকে বুধবার ( ১৭ অক্টোবর) সকাল ১০ টায় শের ই বাংলা জাতীয় ক্রি‌কে‌ট স্টেডিয়ামে এসে পৌঁছায় স্বপ্নের বিশ্বকাপ ট্রফি।

সকাল ১১টা ২০ মিনিটে জাতীয় ক্রি‌কে‌ট অ্যাকাডেমির সামনে তা উন্মোচন করেন প্রধান নির্বাচক ও বাংলাদেশ ক্রি‌কে‌টের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু। ট্রফি উন্মোচন শেষে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন ইউনিফের তত্বাবধানে সুবিধাবঞ্চিত শিশুরা। দুপুর ১২টায় ফটোসেশনে অংশ নেবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রি‌কে‌টাররা।

১৮ অক্টোবর সর্বসাধারণের প্রদর্শনের জন্য রাজধানীর যমুনা ফিউচার পার্কে রাখা হবে। ১৯ অক্টোবর ট্রফি চলে যাবে সিলেটে। সিলেট জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তা সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।

২০ অক্টোবর সেখান থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ট্রফি নিয়ে যাওয়া হবে। এর পরদিন বাংলাদেশ থেকে নেপাল ভ্রমনে যাবে ট্রফি।

গেল ২৭ আগস্ট ভ্রমনে বের হয় বিশ্বকাপ ট্রফি। নয় মাসে মোট ২১টি দেশের ৬০টি শহর ভ্রমন করবে এটি। বাংলাদেশ শেষে নেপাল, ভারত, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, রুয়ান্ডা, নাইজেরিয়া, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানি হয়ে আগামি বছরের ১৯ ফেব্রুয়ারি ইংল্যান্ডে পৌঁছাবে।

কালের আলো/ওএইচ