মাশরাফিকে ছাড়িয়ে শীর্ষে এখন সাকিব
প্রকাশিতঃ 8:22 pm | July 16, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ১ম ওয়ানডেতে ব্রেন্ডন টেলরের উইকেটটি তুলে নিয়ে এই কীর্তি গড়েন এই ফরম্যাটে বিশ্বসেরা অলরাউন্ডার। রেকর্ডের দিনে আরও একটি দুর্দান্ত বোলিং স্পেল উপহার দিয়েছেন সাকিব। ওয়ানডে ক্যারিয়ারে ৩য়বারের মতো তুলে নিলেন ৫ উইকেট।
সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে গেলেন ব্রেন্ডন টেলর। শর্ট ফাইন লেগে ক্যাচটি নিলেন তাসকিন আহমেদ। এরই সঙ্গে ইতিহাস গড়া হয়ে গেল সাকিব আল হাসানের।
ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে এখন সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব। বিশ্বসেরা অলরাউন্ডার এই রেকর্ড গড়ার পথে ছাড়িয়ে গেছেন মাশরাফি বিন মর্তুজাকে।
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাকিব তার ২৭০তম উইকেটের দেখা পান। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেই ছিল এই ফরম্যাটে টাইগারদের সর্বশেষ ম্যাচ। সেই ম্যাচে সাকিব ছিলেন উইকেটশূন্য। তা না হলে আরও আগেই ছাড়িয়ে যেতেন মাশরাফিকে।
উইকেট শিকারের দিক থেকে সাকিব-মাশরাফির পরের অবস্থান আব্দুর রাজ্জাকের। সাবেক এই স্পিনারের শিকারে ছিল ২০৭টি উইকেট। চতুর্থ স্থানে আছেন পেসার রুবেল হোসেন, যার সংগ্রহে ১২৯ উইকেট। ১২৪টি উইকেট শিকার করে আরেক পেসার মোস্তাফিজুর রহমান আছেন তালিকার পঞ্চম স্থানে।
কালের আলো/টিআরকে/এসআইএল