সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের মৃত্যুতে বশেফমুবিপ্রবির উপাচার্যের শোক

প্রকাশিতঃ 9:25 pm | May 17, 2020

বশেফমুবিপ্রবি সংবাদদাতা, কালের আলোঃ

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী আজাদ রহমানের মৃত্যুতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ শোক প্রকাশ করেছেন।

দেশের সঙ্গীতাঙ্গনে আজাদ রহমানের অবদানের কথা স্মরণ করে এক শোকবার্তায় উপাচার্য বলেন, আজাদ রহমান ছিলেন দেশের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেছেন। তার মৃত্যুতে সংগীত জগতে এক শূন্যতার সৃষ্টি হলো।

‘বাংলাদেশের সংগীত জগতে আজাদ রহমানের অবদান জাতি কৃতজ্ঞচিত্তে চিরকাল স্মরণ করবে,’ বলেন তিনি।

উপাচার্য মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শনিবার (১৬ মে) বিকেলে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজাদ রহমান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘মনেরও রঙে রাঙাব’, ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’সহ বহু জনপ্রিয় গানে সুরস্রষ্টা আজাদ রহমান।

কালের আলো/এমএ/এনএএ

Print Friendly, PDF & Email