সাদমান-শান্তর দাপটে লিড বাড়াচ্ছে টাইগাররা

প্রকাশিতঃ 5:17 pm | July 10, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

টেস্টে এমনিতেই তুলনামূলক দুর্বল দল জিম্বাবুয়ে। সুবিধা করতে পারছে না চলমান হারারে টেস্টেও। প্রথম ইনিংসে ১৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে রান পাহাড়ের দিকে ছুটছে বাংলাদেশ দল।

চতুর্থ দিনের প্রথম সেশন শেষে স্বাগতিকদের বিপক্ষে ৩৬১ রানের লিড নিয়েছে টাইগাররা। এখন দেখার বিষয় জিম্বাবুয়ের জন্য কত রানের লক্ষ্য ঠিক করে নিজের ইনিংস ঘোষণা করবে বাংলাদেশ।

কোনো উইকেট না হারিয়ে স্কোর বোর্ডে ৪৫ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। এতে লিড দাঁড়িয়েছিল ২৩৭ রানের।

শনিবার (৯ জুলাই) চতুর্থ দিনের মধ্যহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে আরও ১২৪ রান যোগ করেছে অধিনায়ক মুমিনুল হকের দল। এতে ১ উইকেট হারিয়ে ১৬৯ রানের সংগ্রহ বাংলাদেশের।

আজকের দিনের শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করছিলেন সাইফ ও সাদমান। দুজনের ব্যাট থেকেই এসেছে দৃষ্টিনন্দন কিছু শট। একপর্যায়ে মনে হচ্ছিল, দুজনই খেলবেন বড় ইনিংস। কিন্তু রিচার্ড এনগারাভার করা দিনের ১৪তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৮৮ রানের মাথায় বিদায়ঘণ্টা বাজে সাইফের।

অফস্ট্যাম্পের বাইরের ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে স্কয়ার কাট খেলেছিলেন সাইফ। কিন্তু সেখানে প্রস্তুত ছিলেন ডিয়ন মায়ার্স। বলটি তালুবন্দী করে সমাপ্তি ঘটান সাইফের ৬ চারের মারে খেলা ৯৫ বলে ৪৩ রানের ইনিংসের। সম্ভাবনা জাগিয়েও ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করা হয়নি এ ডানহাতি ওপেনারের।

সাইফ ফিরে গেলেও অন্যপ্রান্তে অবিচল থাকেন সাদমান। দারুণ কিছু শটে তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরি। অন্যদিকে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকেন শান্ত। এরই মধ্যে ২ চারের পাশাপাশি হাঁকিয়েছেন ২টি বড় ছক্কা। তিনি পৌঁছে গেছেন হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৮ রান তুলতে পারে টাইগাররা। পরে জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামলে মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের ঘূর্ণির সামনে সুবিধা করতে পারেননি। তাদের ইনিংস থামে ২৭৬ রানে।

কালের আলো/টিআরকে/এসআইএল