মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আস-সালীম ফাউন্ডেশনের বিশেষ দোয়া

প্রকাশিতঃ 8:38 am | July 23, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত, শহীদি মর্যাদা ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করেন আস-সালীম ফাউন্ডেশনের সদস্য মন্ডলীরা।

মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টায় আস-সালীম ফাউন্ডেশনের আয়োজনে বিশেষ দোয়া ও ভার্চুয়ালি সভা অনুষ্ঠিত হয়। সভায় আস-সালীম ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আব্দুল বাছিত খানের সভাপতিত্বে আলোচনা করেন, দৈনিক সন্ধানী বার্তা ও কালের আলো’র প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক আলহাজ্ব মুহাম্মদ শামসুল আলম খান, মৌলভীবাজার আল হেরা ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান জাহেরী, ছাতক গাবুর গাঁও দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা কবির আহমদ লতিফী, সিলেট খাজাঞ্চীগাও মালিকা খানম মাদ্রাসার সুপার মাওলানা কায়েস আহমেদ, ফাউন্ডেশনের শিক্ষা বিষয়ক সম্পাদক হাফিজ মাওলানা মুহম্মদ ইমরান হোসাইন হবিগঞ্জ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ দলীল উদ্দিন, ইয়াতীম ও দুস্থ বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুন নূর।

সভায় বক্তারা বলেন— জাতির ভবিষ্যৎ নির্মাণের কারিগর শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া এ দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। এসময় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আল্লাহর কাছে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও ঐক্যের পাশাপাশি, সব মানুষের সুখ, শান্তি কামনা করা হয়।

আত্-তাহসীল অনলাইন মাদরাসার পরিচালক মুহম্মদ আব্দুল আলিম রাইহান খানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ মুহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মুহাম্মদ শরীফ উদ্দীন, ফাউন্ডেশনের প্রবাসী কল্যাণ সম্পাদক ও ওমান প্রতিনিধি মুহম্মদ রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মুহম্মদ আব্দুর রকিব, সমাজ কল্যাণ সম্পাদক ও গ্রীস প্রতিনিধি মুহাম্মদ মুনাইম খান, মাওলানা মুহাম্মদ আল আমিন, প্রচার সম্পাদক আবুল বারাকাত বদরুদ্দীন আহমেদ কুমিল্লা, সহ-প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ আকমল হোসেন গুলজার, হাফিজ মুহাম্মদ মারজান খান প্রমুখ।

কালের আলো/এমএএইচএন