টেলরকে ফিরিয়েও স্বস্তি নেই বাংলাদেশের
প্রকাশিতঃ 4:29 pm | July 09, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশকে পেলেই যেন অপ্রতিরোধ্য হয়ে ওঠেন জিম্বাবুয়ের ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। টেস্টে যেন আরও চওড়া হয় তার ব্যাট। এই ফরম্যাটে ৬টি সেঞ্চুরি আছে টেলরের, তার পাঁচটিই পেয়েছেন টাইগারদের বিপক্ষে। গড়টাও ৬০ এর মতো। টেস্টে তার অর্ধেক রানই এসেছে বাংলাদেশের বিপক্ষে।
চলমান সিরিজের একমাত্র টেস্টেও সেঞ্চুরির পথে ছুটছিলেন টেলর। তবে এ যাত্রায় তাকে থামাতে পেরেছেন মেহেদী হাসান মিরাজ। ফিরিয়েছেন ৮১ রানে।
হারারে টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে এটিই প্রথম এবং একমাত্র সাফল্য সফরকারীদের। টেলর আউট হলেও আটকানো যাচ্ছে না তাকুজওয়ানাশে কাইতানোকে। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে ৬৩ রানে অপরাজিত আছেন তিনি।

আজকের দিনের প্রথম সেশনে ২৬ ওভার ব্যাটিং করে মাত্র ১ উইকেট হারিয়ে ৯৫ রান যোগ করেছে স্বাগতিকরা। আগেরদিন ৪১ ওভারে ১ উইকেটে ১১৪ রান করেছিল তারা। স্বাগতিক অধিনায়ক ব্রেন্ডন টেলরকে ফেরালেও স্বস্তি নেই বাংলাদেশ শিবিরে। কেননা দুই অভিষিক্ত তাকুজওয়ানাশে কাইতানো ও ডিয়ন মায়ার্স মিলে এগিয়ে নিচ্ছেন দলকে।
এর আগে দিনের শুরুতে ২৭০ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশের হয়ে ব্যাট করতে আসেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদ। দিনের শুরুতে হয়তো অনেকে ভেবেছিলেন তিনশ করতেই ফুরিয়ে যাবে বাংলাদেশের সবকটি উইকেট।
কিন্তু সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে দুর্দান্ত ব্যাট করতে থাকেন এই দুই ব্যাটসম্যান। প্রত্যাবর্তনের ম্যাচের ব্যক্তিগত সেঞ্চুরি পূর্ণ করার পর সেটা দেড়শ রানে পৌঁছান রিয়াদ। অন্যদিকে তাসকিনে তুলে নেন ক্যারিয়ারের প্রথম অর্ধশতক। আর তাসকিন-মাহমুদউল্লাহর জুটি থেমেছে ১৯১ রানে। মাত্র ৪ রানের জন্য বিশ্বরেকর্ড করতে পারেননি।

প্রায় ২৩ বছর আগে নবম উইকেটে জুটিতে দুই প্রোটিয়া ক্রিকেটার মার্ক বাউচার এবং প্যাট মিসকক্স মিলে করেছিলেন ১৯৫ রান। তবে বিশ্বরেকর্ড না হলেও নবম উইকেটে বাংলাদেশের এবং হারারে ক্রিকেট গ্রাউন্ডের এটাই সর্বোচ্চ রানের জুটি।
কালের আলো/টিআরকে/এসআইএল