তাসকিন-মাহমুদউল্লাহর সঙ্গে বাকবিতণ্ডা জিম্বাবুয়ে পেসারদের

প্রকাশিতঃ 5:55 pm | July 08, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

হারারে টেস্টে ব্যাট-বলের লড়াইকে ছাপিয়ে গেল দুই দলের খেলোয়াড়দের কথার লড়াই। দ্বিতীয় দিনের শুরুতেই জিম্বাবুয়ের বোলারদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হলো বাংলাদেশের দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ ও তাসকিন আহমেদের।

যে ম্যাচের শুরুতে ৮ রানে নেই ২ উইকেট, সেই ম্যাচ এখন ৮ উইকেটে ৪৩৯ রান। এমন অবিশ্বাস্য কীর্তি হয়েছে ইতিহাস গড়া নবম উইকেটের জুটিতে। মাহমুদউল্লাহ-তাসকিন জুটি দেড়শো রান ছাড়িয়ে ইতোমধ্যে।

এর আগে অধিনায়ক মুমিনুল হকের ৭০ রান ও লিটন দাসের ৯৫ রান দলকে খাদের কিনারা থেকে তুলে আনে।

এদিকে ১৬ মাস পর টেস্টে অন্তর্ভূক্তির পরই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ পরপরই ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন তাসকিন আহমেদ। এজন্য তিনি খেলেছেন ৬৯ বল। হাঁকিয়েছেন ৮টি বাউন্ডারি। স্বীকৃত পেসার হিসেবে একাদশে থাকা তাসকিনের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ছিল ৩৩। ৮ উইকেটে ৪০৪ রান তুলে মাহমুদউল্লাহ-তাসকিনের জুটি অবিচ্ছিন্ন রেখেই লাঞ্চে যায় বাংলাদেশ। লাঞ্চ শেষে ফিরেও এই জুটিকে ভাঙতেই পারছিলেন না জিম্বাবুয়ের বোলাররা। দারুণ ধৈর্য্য নিয়ে জুটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মাহমুদউল্লাহ-তাসকিন।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৪০৭ রান। মাহমুদউল্লাহ ১১৫ এবং তাসকিন ৫২ রানে অপরাজিত।

এদিকে, দ্বিতীয় দিনের খেলায় তাসকিন আহমেদের একটি নাচ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তখন ইনিংসের ৮৫তম ওভার চলছিল। বল করছিলেন ব্লেসিং মুজারাবানি। তার চতুর্থ নম্বর বলটি ছিল বাউন্সার, যা তাসকিন আহমদে সতর্কতার সঙ্গে ছেড়ে দেন। তারপর হাত দিয়ে কিছুটা নাচের মতো ভঙ্গি করেন এই ব্যাটসম্যান।

কিন্তু তাসকিনের সেই নাচ পছন্দ হলো না মুজারাবানির। তিনি এগিয়ে এসে তাসকিনকে কিছু একটা বলছিলেন। তারপর লেগে গেল ঝগড়া। দুজন মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে কিছু বলছিলেন, যা দ্রুত ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

কালের আলো/টিআরকে/এসআইএল