ক্যারিয়ার সেরা ইনিংসেও লিটনের আক্ষেপ

প্রকাশিতঃ 9:31 pm | July 07, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

সেঞ্চুরিতে পৌঁছাতে লিটন দাশের প্রয়োজন ছিল মাত্র ৫ রান। কিন্তু ডোনাল্ড ট্রিপানোর বলে পুল করতে গিয়ে থার্ডম্যান অঞ্চলে থাকা ভিক্টর নিয়াচিকে ক্যাচ দেন তিনি। আর একই ওভারে দ্বিতীয় বলে এলবির শিকার হয়ে মাঠ ছাড়েন নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ।

শুরুর দুই সেশনে জিম্বাবুয়ে রাজত্ব করলেও তৃতীয় সেশনে মাহমুদউল্লাহ-লিটনে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। লিটন সেঞ্চুরির খুব কাছে গিয়ে ফিরে এলেও মাহমুদউল্লাহ ক্রিজে আছেন। দুজনের জুটি থেকে আসে ২৫৬ বলে ১৩৮ রান। তাদের সময়োপযোগী ও কার্যকরী ইনিংসে প্রথম দিন শেষে স্বস্তিতে লাল সবুজের দল।

টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনে চা বিরতিতে যাওয়ার আগে সাজঘরে ফেরেন মুমিনুল। তখন বাংলাদেশের রান ছিল ১৩২। যার অর্ধেকই আসে মুমিনুলের ব্যাট থেকে। ৯২ বল মোকাবিলা করে ১৩ বাউন্ডারিতে ৭০ রান করেছেন বাংলাদেশ অধিনায়ক।

দিনশেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ২৯৪ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ৫৪ এবং তাসকিন আহমেদ ১৩ রানে অপরাজিত।

এদিন টসে জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। ৮ রান তুলতেই দুই উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। ওপেনিংয়ে নামা সাদমান ইসলাম ও সাইফ হাসান দুজনেই ব্যর্থ হন। আস্থার প্রতিদান দিতে পারেননি তিনে নামা নাজমুল হোসেন শান্ত।

তিন টপঅর্ডার ব্যাটসম্যানকে হারিয়ে মুশফিকুর রহিমকে নিয়ে সামাল দেওয়ার চেষ্টা করেন মুমিনুল। কিন্তু ১১ রানের মাথায় ব্লেসিং মুজারাবানির করা ভেতরে ঢোকা ডেলিভারি ছেড়ে দিয়ে এলবিডব্লিউ হন মুশফিকুর রহিম। অবশ্য টিভি রিপ্লেতে দেখা যায় বল স্টাম্পের ওপর দিয়ে চলে যাচ্ছিল। কিন্তু বল না বুঝেই ছেড়ে দিলেন তিনি।

মুশফিককে হারানোর পরপরই আরেকটি ধাক্কা খায় বাংলাদেশ। দলে ফেরা সাকিব এই ম্যাচেও দেখান ব্যর্থতা। ভিক্টর নিয়াউচির অনেক বাইরের বল মোকাবিলা করতে গিয়ে দুই রানে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন বিশ্বসেরা অলরাউন্ডার।

কালের আলো/টিআরকে/এসআইএল