আউট না দেওয়ায় লাথি মেরে স্ট্যাম্প ভাঙলেন সাকিব
প্রকাশিতঃ 5:08 pm | June 11, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
মাঠে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাজে ব্যবহারের ঘটনা ফের একবার প্রত্যক্ষ করল ক্রিকেট বিশ্ব। তবে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে নয়, ঢাকা প্রিমিয়ার লিগের(ডিপিএল) খেলায় আম্পায়ারের উপর চটে গিয়ে পা দিয়ে লাথি মেরে স্ট্যাপ ভাঙলেন এই ক্রিকেট তারকা।
ঘটনাটা ম্যাচের দ্বিতীয় ইনিংসের। লক্ষ্য তাড়ায় নেমে ২৫ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় আবাহনী। এরপর নিজের প্রথম ওভারের শেষ বলে আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমের বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন সাকিব।
কিন্তু আম্পায়ার ইমরান পারভেজ রিপন তাতে অনড়।
আম্পায়ার আউট না-ই দিতে পারেন, তার সেই এখতিয়ার আছে। কিন্তু সাকিব এরপর যে কাণ্ড ঘটান, তাতে সবাই হতবাক। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট মোহামেডান অধিনায়ক রাগে-ক্ষোভে উইকেটে লাথি মেরে ননস্ট্রাইকের স্ট্যাম্প উপড়ে ফেলেন।
এরপর ওভার শেষে তিন স্ট্যাম্প উঠিয়ে আম্পায়ারের দিকে তেড়ে যান সাকিব। এর কিছুক্ষণ পর বৃষ্টি বাধায় খেলা স্থগিত হয়ে যায়। মাঠ ছাড়ার সময় ফের ঝামেলায় জড়ান সাকিব। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আবাহনী লিমিটেডের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও বাকবিতণ্ডা হয় সাকিবের।

সাকিবের এমন সব বিতর্কে জড়িয়ে পড়া নতুন কিছু নয়। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, তার আগে আবারও নতুন কাণ্ড ঘটালেন! এখন কি শাস্তির মুখে পড়েন, সেটাই দেখার!
কালের আলো/ডিএসবি/এমএম