সারজিসের কাছে বিচার চাইলেন কুমিল্লার শহীদদের স্বজনরা

প্রকাশিতঃ 6:56 pm | July 23, 2025

কুমিল্লা প্রতিবেদক, কালের আলো:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের কাছে শহীদদের রক্তের বিচার চেয়েছেন কুমিল্লার শহীদ পরিবারের সদস্যরা।

বুধবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড হোটেল নূরজাহানে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন সারজিস।

এ সময় কুমিল্লার শহীদ রিফাতের মা, শহীদ ইউসুফের স্ত্রী রেহেনা, শহীদ হামিদুর রহমান সাদমানের মা কাজী শারমিন কেঁদে কেঁদে শহীদদের ঘটনার বর্ণনা দেন সারজিস আলমের কাছে।

শহীদ সাদমানের মা কাজী শারমিনকে বলতে শোনা যায়, আমার ছেলে রক্ত দিয়েছে, প্রয়োজনে আমরাও রক্ত দেব। তবুও এই দেশে যেন আর কোনো স্বৈরাচার ফিরে না আসে। তোমাদের কাছে দেশকে আমানত রাখলাম বাবা।

শহীদ ইউসুফের স্ত্রী রেহেনা বেগমকে সারজিসের কাছে বলতে শোনা যায়, আমার একটা মাত্র মেয়ে রাইসার বয়স ৮ বছর। গত বছর রাইসার বাবা (ইউসুফ) ঢাকার শনিরআখড়ায় নিহত হন। আমি একমাত্র মেয়েটাকে নিয়ে অসহায় জীবনযাপন করছি। আমরা শুধু রক্তের বিচার চাই। এ সময় সকলকে সান্ত্বনা দেন সারজিস।

পরে হোটেলটির হলরুমে কুমিল্লার সকল শহীদদের পরিবারের সাথে মতবিনিময় করেন সারজিস।

কালের আলো/এমডিএইচ