মরদেহ শনাক্তে ১১ জনের ডিএনএ সংগ্রহ
প্রকাশিতঃ 8:58 pm | July 23, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় এখনও শনাক্ত না হওয়া ছয়টি মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২৩ জুলাই) বিকাল পর্যন্ত ১১ জন স্বজনের নমুনা সংগ্রহ করেছে সংস্থাটির ফরেনসিক বিভাগ।
সিআইডি বলছে, মরদেহগুলো যেহেতু শিশুর, তাই শনাক্তের জন্য কেবল বাবা-মায়ের ডিএনএ নমুনাই যথেষ্ট হবে।
এর আগে মঙ্গলবার (২২ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ঢাকা সিএমএইচে রাখা অজ্ঞাত ৬ মরদেহ শনাক্তে বুধবার থেকে সিআইডি নমুনা সংগ্রহ শুরু করবে।
সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার সম্পা ইয়াসমিন বলেন, উত্তরায় বিমান দুর্ঘটনার ছয়টি মরদেহ রাখা হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। যেগুলোর পরিচয় মেলেনি। ইতোমধ্যে আমরা ওই ছয়টি মরদেহের ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করেছি; যা থেকে মিলিয়ে শনাক্তের চেষ্টা চলছে।
তিনি বলেন, বুধবার সকাল থেকে নমুনা সংগ্রহ শুরু হয়েছে। বিকাল পর্যন্ত ১১ জন বাবা-মায়ের নমুনা সংগ্রহ করা হয়েছে।
সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে—যদি কারও সন্তান বা স্বজন নিখোঁজ থাকেন এবং তাদের নাম এখনও সরকারি তালিকায় না থাকে, তাহলে মালিবাগে সিআইডি অফিসে গিয়ে ডিএনএ নমুনা দেবেন। শুধু বাবা-মায়ের নমুনা দেওয়ার অনুরোধ জানায় সিআইডি।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সোমবার (২১ জুলাই) ঘটে যাওয়া ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন আরও ৬৮ জন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩২ জন এবং আহত হয়েছেন ১৬৫ জন। পরিচয়হীন নিহতদের মরদেহ রাখা হয়েছে ঢাকা সিএমএইচে।
কালের আলো/এএএন