১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানতে বাধ্যতামূলক রিটার্ন
প্রকাশিতঃ 9:02 pm | July 23, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সরকার ১০ লাখ টাকার বেশি মেয়াদি আমানত খোলা ও বহাল রাখার ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে। একইসঙ্গে ২০ লাখ টাকার বেশি ঋণ নিতে হলেও জমা দিতে হবে রিটার্ন। এ সংক্রান্ত বিধান যুক্ত করে সম্প্রতি একটি গেজেট জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ বিভাগ।
গেজেটে বলা হয়েছে, দ্বৈত কর পরিহার চুক্তির বিষয়কে অগ্রাধিকার দেওয়া হবে এবং এ আইনের অন্য কোনও বিধানের সঙ্গে সাংঘর্ষিক হলে সেটিও এ চুক্তির ব্যাখ্যা অনুযায়ী প্রযোজ্য হবে। নতুন নিয়ম অনুযায়ী, মোট ২২টি কার্যক্রমে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
বাধ্যতামূলক রিটার্ন যেসব ক্ষেত্রে:
১. ১০ লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয়।
২. কোম্পানির পরিচালক বা স্পন্সর শেয়ারহোল্ডার হওয়ার ক্ষেত্রে।
৩. আমদানি বা রফতানি নিবন্ধন সনদ গ্রহণ বা নবায়নে।
৪. ট্রেড লাইসেন্স নবায়ন (সিটি করপোরেশন/পৌরসভা এলাকায়)।
৫. সাধারণ বিমার তালিকাভুক্ত সার্ভেয়ারের লাইসেন্স নবায়ন।
৬. জমি, ভবন বা ফ্ল্যাট বিক্রি, লিজ, হস্তান্তর বা দলিল নিবন্ধনে (সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট এলাকায়)।
৭. চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, একচুয়ারি, চার্টার্ড অ্যাকাউন্টেন্টসহ স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়নে।
৮. বিবাহ ও তালাক নিবন্ধক (নিকাহ রেজিস্ট্রার, হিন্দু বা স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রার) হওয়ার লাইসেন্স গ্রহণ বা নবায়নে।
৯. ট্রেডবডি বা বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ গ্রহণ বা নবায়নে।
১০. দলিল লেখক, স্ট্যাম্প ও কোর্ট ফি ভেন্ডরের লাইসেন্স নবায়নে।
১১. ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, বিএসটিআই ছাড়পত্র, কাস্টমস ও বন্ডেড লাইসেন্স, বায়িং হাউজের নিবন্ধন ইত্যাদিতে।
১২. গ্যাস সংযোগ (বাণিজ্যিক বা শিল্প) নেওয়া বা বজায় রাখায়।
১৩. আবাসিক গ্যাস সংযোগ (সিটি করপোরেশন এলাকায়)।
১৪. বিদ্যুৎ সংযোগ (সিটি করপোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায়)।
১৫. যেকোনও বাণিজ্যিক নৌযানের সার্ভে সার্টিফিকেট গ্রহণ ও নবায়নে।
১৬. ইটভাটা পরিচালনার জন্য পরিবেশ অধিদফতর বা জেলা প্রশাসনের অনুমতি গ্রহণ বা নবায়নে।
১৭. ইংরেজি মাধ্যম স্কুলে শিশু ভর্তিতে (সিটি করপোরেশন, জেলা সদর বা পৌরসভা এলাকায়)।
১৮. কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণ ও নবায়নে।
১৯. আগ্নেয়াস্ত্রের লাইসেন্স গ্রহণ বা নবায়নে।
২০. আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খোলায়।
২১. স্থানীয় সরকার বা জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে।
২২. ব্যবস্থাপনা বা উৎপাদন পর্যায়ের কর্মচারীর বেতন-ভাতা গ্রহণে।
বিশেষজ্ঞরা মনে করেন, এ সিদ্ধান্তের ফলে রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে এবং কর ব্যবস্থার আওতা আরও বিস্তৃত হবে। তবে একইসঙ্গে এর বাস্তবায়ন প্রক্রিয়ায় সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে কার্যকর সমন্বয় ও তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা।
কালের আলো/এএএন