আইপিএলের দ্বিতীয় পর্বে নেই সাকিব-মুস্তাফিজুর

প্রকাশিতঃ 6:28 pm | June 01, 2021

স্পোর্টস ডেস্ক, কালের আলোঃ

দ্বিতীয় পর্বে আইপিএল হওয়ার কথা রয়েছে সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু এতে খেলবেন না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানসহ একাধিক তারকা ক্রিকেটার।

করোনার জন্য মাঝপথেই বন্ধ হয়ে গিয়েছিল আইপিএল। আইপিএল কমিটি এবং ভারতীয় বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সেপ্টেম্বর মাসে দ্বিতীয় দফায় অসমাপ্ত আইপিএল শেষ করা হবে আরব আমিরাতে।

কিন্তু সেখানে পাওয়া যাবে না বহু ক্রিকেটারকে । বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে— সাকিব ও মোস্তাফিজকে আইপিএলের জন্য ছাড়া হবে না।

কলকাতা নাইট রাইডার্সের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। এর আগে কেকেআরের আরও বেশ কয়েকজন খেলোয়াড় জানিয়েছেন, দ্বিতীয় দফার আইপিএলে তারা আসতে পারবেন না। মোস্তাফিজুর খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন জানিয়েছেন, চলতি বছরেই টি২০ বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের একাধিক সফর আছে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। তার আগে কোনোভাবেই সাকিব ও মোস্তাফিজুরকে ছাড়া যাবে না।

প্যাট কামিন্সও আইপিএলপরবর্তী দফায় খেলবেন না বলে অস্ট্রেলীয় সংবাদমাধ্যমে জানিয়ে দিয়েছেন। নাইট রাইডার্সের অধিনায়ক ওয়েইন মরগানেরও খেলতে আসার সম্ভাবনা নেই।

ইংল্যান্ডের ক্রিকেটারদের পাওয়া নিয়ে সংশয় আছে। অস্ট্রেলিয়ার কতজনকে পাওয়া যাবে তা নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে দ্বিতীয় পর্বে আইপিএল হলেও তা অত্যন্ত ম্যাড়মেড়ে হবে বলেই মনে করছেন ক্রীড়া বিশেষজ্ঞরা।

কালের আলো/টিআরকে/এসআইএল