ইবিতে মধ্যরাতে পানির দাবিতে ছাত্রীদের বিক্ষোভ

প্রকাশিতঃ 11:09 am | September 19, 2018

ইবি প্রতিনিধি, কালের আলো:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের ছাত্রীরা পানির দাবিতে মধ্যরাতে আন্দোলন করেছে বলে জানা গেছে।

জানা যায়, গত কয়েকদিন যাবত ও মঙ্গলবার সারাদিন পুরাতন ব্লকে বিভিন্ন সময় পানি না থাকায় উক্ত ব্লকের শতাধিক ছাত্রীরা মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টায় পানির দাবিতে হল গেটের সামনে আন্দোলন করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেড় ঘন্টারও বেশি সময় ছাত্রীরা হল গেটের সামনে অবস্থান করে।

পানি চাই,পানি দাও, ইত্যাদি স্লোগানে মাধ্যমে দেশরত্ন শেখ হাসিনা হলের ছাত্রীরা নিরবিচ্ছিন্ন পানির সরবরাহের দাবী জানায়।

সহকারী প্রক্টর নাসিমুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের হলের ভেতর নিয়ে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। পরে হল প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান ঘটনাস্থলে এসে আন্দোলনরত ছাত্রীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে তারা আন্দোলন স্থগিত করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রী বলেন, বেশ কিছুদিন ধরে পানি সরবরাহে সমস্যা হচ্ছে। মাঝে মাঝে ময়লাযুক্ত পানি আসে। কয়দিন যাবত পানির সমস্যা এতই প্রকট হয়েছে যে সকল ছাত্রীরা মধ্যরাতে হল গেটের সামনে অবস্থান করেতে বাধ্য হয়েছি। এ বিষয়ে আগে প্রভোস্ট স্যারকে জানিয়ে কোন ফলাফল পাইনি।

এ বিষয়ে জানতে চাইলে প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, বেশ কিছুদিন থেকেই আমরা সমস্যা সমাধানের চেষ্টা করছি কিন্তু প্রকৌশল অফিসের যথাযথ সাহায্য পাচ্ছি না। ফলে স্থায়ী কোনো সমাধানে আসতে পারছি না। পাইপলাইনে সমস্যার কারণে সাময়িক স্থবিরতা দেখা দিয়েছে। আশা করি, শুক্রবারের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

কালের আলো/কবির/ওএইচ

Print Friendly, PDF & Email