রাজধানীতে অস্ত্র-গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার

প্রকাশিতঃ 2:34 pm | May 13, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

পুরান ঢাকার লালবাগে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ কমল দাস (৩৩) নামে একজন অবৈধ অস্ত্রধারী ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (১২ মে) রাত ১০টার দিকে র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এ সময় দুই রাউন্ড অ্যামুনেশন (গুলি) লোড অবস্থায় বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হত্যা, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ করে আসছিলেন। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১১ মে) মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী এলাকায় বিশেষ অভিযানে বিদেশি রিভলবারসহ একজনকে গ্রেফতার করে র‌্যাব-১০ এর একটি দল। গ্রেফতারের নাম আল আমিন মোল্লা (৩২)। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর র‌্যাব জানায়, গ্রেফতার আল আমিন পেশাদার মাদক ব্যবসায়ী।

কালের আলো/এএ/বিএসকে