তারাকান্দায় আটক ১১ জুয়াড়ি কারাগারে

প্রকাশিতঃ 6:36 pm | January 09, 2018

 স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের তারাকান্দায় আটক ১১ জুয়াড়ি ও এক মাদক বিক্রেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, সোমবার দিনগত গভীর রাতে উপজেলার কাশিগঞ্জ বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জুয়া খেলার দায়ে ১০ জুয়াড়িকে আটক করা হয়। একই সময়ে উপজেলার কানিহর এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।