মুক্তিযোদ্ধা আমির চৌধুরীর মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

প্রকাশিতঃ 3:25 pm | October 16, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বীর মুক্তিযোদ্ধা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা প্রবীণ নেতা, শিক্ষাবিদ, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমির আহমেদ চৌধুরী রতনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

আমির আহমেদ চৌধুরী রতন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার(১৬ অক্টোবর) এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা বলেন, ঐতিহ্যবাহী ময়মনসিংহের রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক পরিবর্তনে আমির আহমেদ চৌধুরী রতনের রয়েছে অপরিসীম অবদান। শিক্ষার সাথে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুস্থ সমাজ বিনির্মাণে তিনি গড়ে তুলেছিলেন মুকুল নিকেতন ও মুকুল ফৌজ। তিনি শুধু সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতা হিসেবে নন বরং তার মধ্যে যে শিল্প মানসিকতা বাস করতো সেই ব্যক্তিত্বের প্রভাব ছিল ময়মনসিংহের শিল্পাকাশে। মহান মুক্তিযুদ্ধে প্রয়াত আমির আহমেদ চৌধুরীর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

বিরোধীদলীয় নেতা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email