ময়মনসিংহ ট্যাক্সেস বারে সভাপতি সাদিক-সাধারণ সম্পাদক রতন

প্রকাশিতঃ 5:49 pm | January 08, 2018

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের কার্যকরী পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সাদিক হোসেন। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. সজল ইসলাম রতন।

সোমবার দুপুরে এ নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রাশেদুল হক।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি মো. হাসান আলী খান, সহ-সাধারণ সম্পাদক খন্দকার ওয়াহিদুজ্জামান, কোষাধ্যক্ষ মো. হারুন আল রশিদ, অডিটর মোহাম্মদ আবু সিদ্দিক, সদস্য মুহাম্মদ আব্দুল লতিফ, সৈয়দ ফেরদৌছুর রহমান, মো. আব্দুল হালীম, মো. সাজ্জাদুর রহমান আকন্দ, মো. আব্দুছ ছালাম ভুইয়া, চৌধুরী হোসনে আরা বেগম, মো. রকিব উদ্দিন তালুকদার, মো. সাইফুল ইসলাম ও মো. আবুল কালাম আজাদ।

Print Friendly, PDF & Email