আনসারের নতুন ডিজি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম
প্রকাশিতঃ 10:02 pm | July 29, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মিজানুর রহমান শামীম।
বুধবার (২৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে।
মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিদায়ী মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদাদের স্থলাভিষিক্ত হয়েছেন।
আর বর্তমান মহাপরিচালক কাজী শরীফ কায়কোবাদকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
জানা যায়, ১৯ পদাতিক ডিভিশনের বর্তমান জিওসি মিজানুর রহমান শামীম সেনাবাহিনীর চলমান সেনাবাহিনীর ‘অপারেশন কভিড শিল্ড’ কার্যক্রমে নিজের কর্মদক্ষতায় ব্যাপক সাড়া ফেলেছেন।
করোনাভাইরাস সংক্রমণ ও বিস্তৃতি রোধে প্রধানমন্ত্রীর যুদ্ধ ঘোষণার পর অন্যান্য পদাতিক ডিভিশনের মতো ১৯ পদাতিক ডিভিশনও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নির্দেশনায় এই যুদ্ধে নিয়োজিত রয়েছেন।
কালের আলো/এসআর/এমএইচ