আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণের জন্য লাগবে করোনার নেগেটিভ রিপোর্ট
প্রকাশিতঃ 7:26 pm | July 18, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণের জন্য নির্ধারিত হাসপাতাল থেকে করোনার পরীক্ষা করাতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
শনিবার(১৮ জুলাই) বেবিচক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী যে সকল বাংলাদেশী যাত্রী আন্তর্জাতিক ফ্লাইট যোগে বিদেশ যাবে তাদেরকে শর্ত পূরণ সাপেক্ষে বিমান যাত্রার ৭২ ঘন্টার মধ্যে নির্ধারিত ১৬ টি হাসপাতালে নমুনা প্রদান করে রিপোর্ট নিতে হবে।
এক্ষেত্রে শুধুমাত্র কভিড পরীক্ষায় নেগেটিভ ফলাফল প্রাপ্ত বাংলাদেশী যাত্রীগণ আন্তর্জাতিক ফ্লাইটে বিদেশ গমন করতে পারবে।
এ আদেশ ২৩ জুলাই থেকে কার্যকর হবে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্যসহ আদেশের কপি সিএএবি’র ওয়েবসাইটে (www.caab.gov.bd) পাওয়া যাবে বলেও জানিয়েছে বেবিচক।
কালের আলো/এসবি/এমএম