ঢাকা থেকে ফের ফ্লাইট চালুর ঘোষণা টার্কিশ এয়ারলাইন্সের

প্রকাশিতঃ 11:22 pm | July 15, 2020

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

দুই দফা ফ্লাইট স্থগিতের পর আগামী শুক্রবার (১৭ জুলাই) থেকে আবারো ঢাকা থেকে ইস্তাম্বুল যাবে তুরস্কের উড়োজাহাজ সংস্থা টার্কিশ এয়ারলাইন্স।

বুধবার (১৫ জুলাই) এয়ারলাইন্সটির বাংলাদেশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

টার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরি জানান, যাত্রী নিয়ে ইস্তাম্বুল থেকে প্রথম ফ্লাইটটি বৃহস্পতিবার (১৬ জুলাই) মধ্যরাতে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে। শুক্রবার ভোর ৬টা ৩৫ মিনিটে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যাবে।

ঢাকা থেকে রোববার, মঙ্গলবার ও শুক্রবার তিনদিন তুরস্কে ফ্লাইট যাবে। তবে ফ্লাইট ওঠার সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগের করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যাত্রা করার নির্দেশনা নিয়েছে এয়ারলাইন্সটি।

এর আগে ৩ জুলাই থেকে ফ্লাইট চালুর ঘোষণা দিলেও তুরস্ক সরকারের বিধি-নিষেধের কারণে দুই দফায় ১৫ জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিত করেছিল টার্কিশ এয়ারলাইন্স।

কালের আলো/এসবি/এমআরকে