র‌্যাব-৯ এর অভিযানে মাদক ব্যবসায়ীসহ আটক ৫

প্রকাশিতঃ 6:37 pm | July 14, 2020

কালের আলো সংবাদদাতা:

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, পলাতক আসামীসহ ৫ জনকে আটক করেছে।

র‌্যাব-৯ জানায়, সোমবার(১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্পে) এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমদ ও এএসপি মো.আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি আভিযানিক দল সুনামগঞ্জ জেলার সদর থানাধীন রাধানগর এলাকা হতে ৬৮ বোতল বিদেশী মদ ও ১টি মোবাইল উদ্ধার ও জব্দ করে। এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী মোঃ হানদান ওরফে মাহমুদ আলীকে গ্রেফতার করে।

অপরদিকে মঙ্গলবার(১৪ জুলাই) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর অপারেশন কমান্ডার সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট জেলার গোয়াইনঘাট থানাধীন শালুটিকর এলাকা হতে বিশ্বনাথ থানার চাঞ্চল্যকর হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ইমরান মিয়া ও আজাদ মিয়াকে গ্রেফতার করে।

অপর অভিযানে দলটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন ঢাকা দক্ষিণ এলাকা হতে হত্যাচেষ্টার আলোচিত মামলার এজাহারভুক্ত পলাতক আসামি জনৈক সুহেল আহমদ ও ইসলাম উদ্দিকে আটক করেছে।

র‌্যাব জানায়, মামলাগুলো তদন্তাধীন হওয়ায় আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কালের আলো/এসবি/আরকে