র‌্যাবের অভিযানে উখিয়ায় ১০ হাজার পিস ইয়াবা জব্দ, ইউপি সদস্যসহ আটক ২

প্রকাশিতঃ 4:28 pm | July 14, 2020

কালের আলো সংবাদদাতা:

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১৫) কক্সবাজারের বালুখালী এলাকায় অভিযান চালিয়ে অর্ধ কোটি টাকার ১০ হাজার পিস ইয়াবাসহ উখিয়ার পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার আবছার উদ্দিন ও তার সহযোগী মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

সোমবার(১৩ জুলাই) গভীর রাতে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন পালংখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান বালুখালী পূর্বপাড়ার নুরুল আবছার চৌধুরী (৩৫) ও ২ নম্বর ওয়ার্ডের জেলা কমিউনিটি পুলিশিং উখিয়া উপজেলা শাখার অর্থ সম্পাদক নুরুল আলম চৌধুরী (৫১)।

র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে নুরুল আবছার চৌধুরী নামের এক ব্যক্তির বসতঘরের সামনে মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ সংবাদে ভিত্তিতে র‍্যাব অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করা হয়। পরবর্তী সময়ে তাদের তল্লাশি করে স্বাক্ষরকরা ছয় লাখ টাকার একটি ব্ল্যাঙ্ক ব্যাংক চেক, তিনটি এটিএম কার্ড ও দুটি স্বাক্ষর করা ব্ল্যাঙ্ক স্ট্যাম্প এবং ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।

আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী আরো জানান, আটক আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ব্যবসার সঙ্গে জড়িত। উখিয়া ও টেকনাফে থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।

র‍্যাব কর্মকর্তা আরো জানান, আটককৃত দুজন মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মালামাল উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত ইয়াবার মূল্য আনুমানিক ৫০ লাখ টাকা।

কালের আলো/এসবি/এমআরকে