ময়মনসিংহে থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসহায় শিশুদের মাঝে নতুন জামা বিতরণ
প্রকাশিতঃ 12:57 am | June 08, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো: থ্যালাসেমিয়ায় আক্রান্ত অসহায় শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে তাদের মাঝে নতুন জামা বিতরণ করেছে ময়মনসিংহের অন্যতম রক্তদাতাদের সংগঠন ‘ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটি’।
বৃহস্পতিবার বিকেলে চরপাড়াস্থ আল মদিনা ডায়াগনস্টিক সেন্টারে শিশুদের হাতে নতুন জামা তুলে দেন বিশিষ্ট সমাজ সেবক আসাদুজ্জামান রুমেল। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্টের ময়মনসিংহ জেলা সভাপতি আবু সাইফ খান রিফাত, ব্রহ্মপুত্র ব্লাড সোসাইটির উপদেষ্টা আনিসুর রহমান ফকির, সানোয়ার হোসেন, হাবিবুর রহমান মিলন।
সংগঠনটির সভাপতি মমিনুর রহমান প্লাবন বলেন, থ্যালাসেমিয়া একটি রক্তচোষা রোগ। আমরা নিয়মিত এ রোগে আক্রান্ত রোগীদের রক্তদান করার চেষ্টা করি। সামনে ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় এসব শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার জন্য আমাদের এ উদ্যোগ।
এসময় সংগঠনের সহ-সভাপতি মাজহার রক্সি, মিঠুন সরকার মিঠু, সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন, সদস্য কায়সার ইমাম মেহেদী, সাদিকা শারমিন সাখি, মাক্তুম লিসান, আরিফ হোসেন, শাহীনুর রহমান শিমুল, আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে সেখানে এক দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
কালের আলো/ওএইচ