বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন আর নেই
প্রকাশিতঃ 1:57 pm | January 10, 2020

কালের আলো ডেস্ক:
জাতীয় সংসদের বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ডা. মো. মোজাম্মেল হোসেন আর নেই (ইন্নালিল্লাহি….রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহি ও শুভানুধ্যায়ি রেখে গেছেন।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত পোনে ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এক সপ্তাহ আগে প্রবীন এই জননেতা দ্বিতীয় দফা স্টোকে আক্রান্ত হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। তার দুটি কিডনী আকেজো হয়ে পড়লে তিনি গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন।
সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের প্রথম নামাজে জানাজা আজ সকালে জাতীয় সংসদ ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। তাঁর মরদেহ হেলিকপ্টারে করে দুপুরে বাগেরহাটে নিয়ে যাওয়া হবে। তারপর বাগেরহাট ষ্টেডিয়ামে দ্বিতীয় দফা নামাজে জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় তার নিজ সংসদীয় এলাকার মোরেলগঞ্জ সদরের এসি লাহা মাধ্যামিক বিদ্যালয় মাঠে বাদ আসর ও সর্বশেষ উপজেলার কচুবুনিয়া নিজ গ্রামে হাজী রহমত আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
কালের আলো/এমএম/এডিবি