রাশিয়া সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান
প্রকাশিতঃ 3:56 pm | August 31, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাশিয়ায় ৬ দিনের সরকারী সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
শনিবার(৩১ আগস্ট) তিনি দেশে ফিরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধান রাশিয়ায় অনুষ্ঠিত দি ইন্টারন্যাশনাল এভিয়েশন এন্ড স্পেস সেলুন-ম্যাকস-২০১৯ এয়ার শো তে অংশগ্রহণ করেন। এই এয়ার শো বিভিন্ন দেশের এভিয়েশন সংস্থার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন ও বিস্তার লাভে সহায়ক ভূমিকা পালন করে।
রাশিয়া সফরকালে তিনি রাশিয়ার বিমান বাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাত করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। সাক্ষাতকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ বিমান বাহিনী গঠনে বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম, বিমান ও র্যাডার প্রদানে সহায়তা করার জন্য রাশিয়া সরকারের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা স্বীকার করেন।
এছাড়া বিমান বাহিনী প্রধান দুই দেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও সুদৃঢ় করা আগ্রহ প্রকাশ করেন। আলোচনায় বাংলাদেশ বিমান বাহিনী প্রধান, দুই দেশের বিমান বাহিনীর মধ্যে ভবিষ্যত সহযোগীতা প্রদানের ক্ষেত্র তৈরি করার জন্য ‘এয়ার স্টাফ টক’ শুরু করার জন্য আহবান জানান।
রাশিয়ার ডিপার্টমেন্ট অফ ফেডারাল সার্ভিস ফর মিলিটারি টেকনিক্যাল কো-অপারেশনের প্রধানের সাথে বিমান বাহিনী প্রধান সৌজন্য সাক্ষাত করেন বলে জানিয়েছে আইএসপিআর।
এছাড়াও তিনি এয়ার শো তে রাশিয়ার প্রতিষ্ঠান রোসোবোরোনেক্সপোর্ট এবং এভিয়েশন কোম্পানি ইরকুট কর্পোরেশন এর উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা উভয় দেশের সামরিক বাহিনীর বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি সহযোগীতা এবং দ্বিপাক্ষিক বিষয়ে মত বিনিময় করেন।
প্রসঙ্গত, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত ফেডারাল সার্ভিস ফর মিলিটারি টেকনিক কো-অপারেশন অফ রাশিয়ার আমন্ত্রণে গত ২৬ আগস্ট রাশিয়া গিয়েছিলেন।
কালের আলো/বিআর/এনএল