‘ভুল’ তথ্যে মন্ত্রী তাজুল ইসলামকে বিতর্কিত করার অপচেষ্টা

প্রকাশিতঃ 2:38 pm | August 24, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

এবার সম্পূর্ণ ‘ভুল’ তথ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এমপিকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে অবদান রাখায় তাকে ডিবেট ফর ডেমোক্রেসি নামে একটি সংগঠন সম্মাননা দিয়েছে বলে কয়েকটি গণমাধ্যমে খবর প্রকাশ হলেও মূলত সেই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দু’টি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি মন্ত্রীকেও সম্মাননা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে অবদানের জন্য কোনো স্মারক গ্রহণ করিনি : মন্ত্রী তাজুল ইসলাম

এখানে ডেঙ্গু নিয়ন্ত্রণে অবদান রাখার প্রেক্ষিতে মন্ত্রী তাজুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়নি বলে দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন অনুষ্ঠানটির আয়োজক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

এমনকি সম্মাননা ক্রেস্টেও ‘ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় করণীয় নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা’র বাইরে ‘অবদান’ সংক্রান্ত কোন শব্দ বা বাক্য নেই।

কিন্তু এরপরেও ডেঙ্গু পরিস্থিতি নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিতে এবং প্রজ্ঞাবান একজন মন্ত্রীকে বিশেষ কায়দায় ঘায়েল করতেই ভুল তথ্যে এমন অপপ্রচার চালানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

জানা যায়, শুক্রবার (২৩ আগস্ট) রাজধানীর এফডিসিতে ‘শুধু সরকারি প্রচেষ্টা নয়, জনসচেতনতাই পারে ডেঙ্গু প্রতিরোধ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী তাজুল ইসলাম। এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রতিযোগিতায় সমান নম্বর পাওয়ায় অংশগ্রহণকারী ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি উভয় দলকে বিজয়ী বলে ঘোষণা করা হয়। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে ট্রফি, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

এ প্রতিযোগিতায় বিচারক হিসেবে সাংবাদিক মাঈনুল আলম, সাংবাদিক জান্নাতুল বাকেয়া কেকা, সাংবাদিক হাবিবুর রহমান রাহী, সাংবাদিক আতাউর রহমান কাবুলসহ বেশ কয়েকজন দায়িত্ব পালন করলেও ভুল তথ্যে সংবাদ পরিবেশন করা গণমাধ্যমসমূহ কীভাবে আজগুবি তথ্যের সন্নিবেশ ঘটিয়েছে এ নিয়েও প্রশ্ন উঠেছে।

এ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ডেঙ্গু মোকাবেলার নতুন চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন। সরকার ডেঙ্গু মোকাবেলায় কার্যকর কী উদ্যোগ গ্রহণ করেছে সেই বিষয়ে আলোকপাত করেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এরই মধ্যে মারা যাওয়া অস্বচ্ছল পরিবারের কেউ চাইলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে সহায়তা করা হবে বলেও ঘোষণা দেন তিনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বেশ কয়েকজন কর্মকর্তা কালের আলোকে বলেন, নানাজন নানা কারণে বিতর্কিত হতে পারেন। কিন্তু কখনোই মন্ত্রী তাজুল ইসলামের বক্তব্য বাগবাহুল্য হয় না। যতটুকু কাজ করতে পেরেছেন, যতটুকু করা সম্ভব সেই বিষয়টির মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেন। অথচ ভুল তথ্যেই এমন একজন মানুষকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে।

সেই অনুষ্ঠানের আয়োজক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণও নিজের ফেসবুক ওয়ালে ডেঙ্গু নিয়ন্ত্রণে অবদান রাখায় মন্ত্রী তাজুল ইসলামকে সম্মাননা দেওয়া হয়নি জানিয়ে বিষয়টি খোলাসা করে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সেখানে তিনি লিখেছেন- ‘ডেঙ্গু মোকাবেলা নিয়ে সরকারী প্রচেষ্টার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার এফডিসিতে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণকারী দু’টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অতিথিকে অনুষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী ক্রেস্ট প্রদান করা হয়।’

হাসান আহমেদ কিরণ আরো লিখেছেন- ‘গত ৬/৭ বছর ধরে এভাবেই বিজয়ী ও বিজীত দলসহ প্রধান অতিথি/অতিথিদের এই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণকারী ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজীসহ অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার মন্ত্রী জনাব মো: তাজুল ইসলাম এমপি’কেও সম্মাননা প্রদান করা হয়। উক্ত সম্মাননা প্রদানের সাথে অন্যকোন বিষয়ের কোন সম্পৃক্ততা নেই।’

কালের আলো/এমএইচ/এএ