ময়না তদন্তের জন্য তোলা হলো ছাত্রলীগ নেতা শাওনের মরদেহ

প্রকাশিতঃ 2:01 pm | March 19, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশফাক আল রাফি শাওনের মরদেহ দাফনের ১০ দিন পর ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

সোমবার দুপুর ১২ টার দিকে জেলার ফুলবাড়িয়া উপজেলার লক্ষীপুর গ্রামে ফুলবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিউলি হরি ও মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার রায়ের উপস্থিতিতে কবর থেকে মরদেহ উত্তোলন করা হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম কালের আলোকে জানান, ময়না তদন্তের জন্য শাওনের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি দিনগত মধ্যরাতে নগরীতে রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হন ছাত্রলীগ নেতা শাওন। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ০৮ মার্চ দুপুরে মারা যান শাওন। এ ঘটনায় শাওনের বাবা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এম.এ কদ্দুস মামলা দায়ের করেনি। তিনি আল্লাহ’র কাছে খুনিদের বিচার দাবি করেন।

পরবর্তীতে ময়মনসিংহ জেলা ও মহানগর আ’লীগের পাল্টাপাল্টি সমাবেশ থেকে শাওনের খুনিদের বিচার দাবি করা হয়। বুধবার (১৪ মার্চ) রাতে কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে এ হত্যা মামলা দায়ের করেন।

পরে এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সন্দেহে গত বৃহস্পতিবার (১৫ মার্চ) দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সঞ্জয় দত্ত, এস.এম.আরিফুল হক ওরফে পিচ্চি আরিফ ও আমিনুল ইসলাম হিমেল আদালতে আত্নসমর্পণ করেন।

এ সময় কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। রোববার (১৮ মার্চ) দুপুরে ময়মনসিংহের ১ নং আমলী আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মাসুদুল হক তাদের ৩ বিরুদ্ধে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে ময়না তদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলনের নির্দেশ দেয়া হয়।

 

কালের আলো/ওএইচ