মানিকগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

প্রকাশিতঃ 11:23 pm | March 17, 2018

মানিকগঞ্জ প্রতিনিধি, কালের আলো:

যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে ।

শনিবার উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুর্ষ্পস্ববক অর্পন করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু সমাবেশ ,আনন্দ র‌্যালী, কেক কাটা, অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তোজাম্মেল হক তোজা,উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা তানজিন অন্তরা,থানা অফিসার ইনচার্জ (ওসি) সুনীল কুমার কর্মকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: এ.কে.এম আজিজুল হক,সাধারন সম্পাদক আব্দুল কদ্দুস, উপজেলা প্রকৌশলী আব্দুল বারেক মন্ডল, কৃষি কর্মকর্তা খলিলুর রহমান,উপজেলা ভাইস-চেয়ারম্যান হযরত আলী দৌলতপুর পি,এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমুখ ।

 

কালের আলো/জেইউভি/ওএইচ